‘মিয়ানমার থেকে ইতিবাচক সাড়া’র অপেক্ষায় কানাডা

উখিয়ার কুতুপালংয়ে শনিবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কানাডার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ডোনাল্ড ববিয়াশ। ছবি : এনটিভি
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ডোনাল্ড ববিয়াশ। একই সঙ্গে মিয়ানমারের পক্ষ থেকে কানাডা ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায়ও আছে বলে তিনি জানান।
আজ শনিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে ববিয়াশ এসব কথা জানান। তাঁর নেতৃত্বে তিন সদস্যের কানাডীয় প্রতিনিধিদল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধিদল রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে। এ সময় ডোনাল্ড ববিয়াশ রোহিঙ্গাদের অকৃত্রিম সহযোগিতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।