আইড়-চিতলে আনল হাসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/31/photo-1438330071.jpg)
চিতল আর আইড় মূলত গভীর পানির মাছ। নদী বা বিলে বহমান পানিতে বেড় দিয়ে এ মাছের চাষ করা হলেও পুকুরে চিতল ও আইড় মাছের চাষ বিরল। তবে পুকুরেই এ মাছ চাষ করে সফলতার হাসি ফুটেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাধুয়াকান্দা গ্রামের শহীদুল হকের মুখে।
urgentPhoto
পেশায় শিক্ষক শহীদুল হক। কয়েক বছর আগে নিতান্তই শখের বশে একটি পুকুরে এ প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে শহীদুলের আটটি পুকুরে চাষ হচ্ছে চিতল ও আইড় মাছ। সাত লাখ টাকা ব্যয় করে এ পর্যন্ত মাছ বিক্রি করেছেন ২০ লাখ টাকার।
মাছচাষি শহীদুল হক বলেন, ‘শখের বশে না করে বাণিজ্যিকভাবে চাষ করাতে আমি মোটামুটি লাভবান হয়েছি। এরপরে আমি আমার এ প্রজেক্টের বিস্তার শুরু করি।’
কম খরচে অধিক লাভ, তাই শহীদুলের সাফল্যে সাধুয়াকান্দা গ্রামের অনেকেই মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন। আর মৎস্য বিভাগ থেকে যদি পর্যাপ্ত সহযোগিতা করা হয়, তাহলে অনেক বেকার যুবক এ ধরনের মাছ চাষে আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মৎস্য বিভাগ থেকে মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘কিছু অপ্রচলিত মাছ চাষ যেমন চিতল মাছ, আইড় মাছ, গছি মাছ এ ধরনের মাছ চাষের দিকেও অনেক চাষি এগিয়ে আসছেন।’