বাপেক্সের জিএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্রটি দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ আগস্ট বাপেক্সের জেনারেল জিএম এ কে এম আনোয়ারুল ইসলামকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। পরে ওই বছরের ২৭ আগস্ট আনোয়ারুল এ নোটিশ গ্রহণ করেন। পরবর্তী সময়ে গত বছরের ৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন আনোয়ারুল ইসলাম।
কিন্তু দুদক তদন্ত করে দেখে, আনোয়ারুল ইসলাম তাঁর হিসাব বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। এমন অভিযোগে ২০১৭ সালের ১৯ এপ্রিল দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফ বাপেক্স জিএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে জামিন নেন আনোয়ারুল ইসলাম। আজ অভিযোগত্রটি আদালত গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।