জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদুজ্জামান। পরে কলেজগেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে কলেজের অ্যাডজুট্যান্ট মেজর মাসুমা, ক্যাপ্টেন শারমিন আকতার, সহযোগী অধ্যাপক আবদুল মান্নান, রফিকুল ইসলামসহ কলেজের বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, কলেজশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০০৬ সালের ৩১ জুলাই জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের যাত্রা শুরু হয়। এরই মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আটটি ব্যাচ মাধ্যমিক (এসএসসি) ও পাঁচটি ব্যাচ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।