মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনার লক্ষ্যেই শেখ হাসিনার সরকার দেশের বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) তালুকদার আবদুল খালেক।
আজ মঙ্গলবার সকালে মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় এমপি আবদুল খালেক এ কথা জানান। এর আগে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দান ও নৌবাহিনীর ক্যাম্পসংলগ্ন এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে পাঁচ একর জমির ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, চলতি বছরের ডিসেম্বরে স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়ে আগামী বছরের জুন নাগাদ সম্পন্ন হতে পারে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশনায় দেশের বিভিন্ন উপজেলায় বর্তমানে দেড়শ স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এ ছাড়া শিগগিরই আরো দেড়শ স্টেডিয়াম নির্মাণের অনুমোদন হতে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনার লক্ষ্যেই শেখ হাসিনা সরকার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে।
এমপি বলেন, স্টেডিয়াম নির্মাণের ফলে ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি মনোযোগী হবে। এতে সমাজ থেকে মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে।
এ সময় স্টেডিয়াম নির্মাণের জন্য মোংলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। স্টেডিয়ামটি যাতে দ্রুতই দৃশ্যমান হয়ে ওঠে, সে জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পৌর মেয়র জুলফিকার আলী বলেন, স্টেডিয়ামটি নির্মিত হলে খেলাধুলাসহ নানা ধরনের বিনোদনের সুযোগ সৃষ্টি হবে।
ইউএনও রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, প্যানেল মেয়র আলাউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালাম, মিঠাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার, চাঁদপাই ইউপির চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপির চেয়ারম্যান নাজরিনা বেগম, শ্রমিক লীগ নেতা নূর উদ্দিন আল মাসুদ।