রাজশাহীতে অস্ত্র উদ্ধার, আটক ৪

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ শনিবার রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম। তিনি জানান, এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার বিদ্যুৎ হোসেন (২৬), দক্ষিণ দড়িখরবোনা এলাকার মেহেদী হাসান সুমন (২৫), হোসেনীগঞ্জ এলাকার শাহীন কাদির (৩৩) ও একই এলাকার শহীদুল আলম রিপন (২৮)।
সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার একটি বিশেষ দল জানতে পারে, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে নগরীর প্রবেশদ্বার কাশিয়াডাঙ্গার দিক থেকে বহরমপুর মোড়ের দিকে যাবে।
এর পরিপ্রেক্ষিতে কোর্ট স্টেশন মোড়ে তুহিনের চায়ের দোকানের পূর্ব পাশের রাস্তায় অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বিদ্যুৎ হোসেনের দেহ তল্লাশি করে ডান কোমর থেকে একটি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান ইফতে খায়ের আলম।