সুরমা নদী রক্ষায় গণগোসল

সিলেটের সুরমা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে আন্তর্জাতিক সংগঠন ‘ওয়াটার কিপার অ্যালায়েন্স' এর আয়োজনে হয়ে গেল গণগোসল কর্মসূচি। আজ শনিবার দুপুরে সুরমা নদীর তীরে কুইঘাট এলাকায় সাঁতারযোগ্য নদীর পানি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী প্রচারণার অংশ হিসেবে আজ এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও অংশ নেয়।
গণগোসলের আগে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা ওয়াটারকিপার সংগঠনের আবদুল করিম কিম, ভূমিসন্তানের মুখপাত্র আশরাফুল কবীরসহ অন্য পরিবেশবাদীরা।
আয়োজকেরা বলেন, সুরমা নদীর পানি সাঁতারযোগ্য রাখার দাবিতে সংশ্লিষ্ট মহলকে সচেতন ও উদ্যোগী করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও সুরমার প্রবেশমুখ জকিগঞ্জ উপজেলার অমলসিদে নদী খনন করে নদীর নাব্যতা নিশ্চিত করার দাবি জানানো হয় সুরমা রিভার ওয়াটারকিপার, ভূমিসন্তান বাংলাদেশ, প্রাধিকার ও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা সংগঠনের পক্ষ থেকে।