পদ্ম সেতু সারা দেশকে আলোকিত করবে : এমপি খালেক

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) তালুকদার আবদুল খালেক বলেছেন, পদ্মা সেতু শুধু মোংলা বন্দর নয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশকে আলোকিত করবে। কারণ পদ্মা সেতুকে কেন্দ্র করে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে।
রবিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এমপি আবদুল খালেক এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩ নম্বর সাব কমিটির এই সভাপতি বলেন, মোংলা একটি সম্ভাবনময় বন্দর। মহৎ উদ্দেশ্য নিয়ে এ বন্দরের যাত্রা শুরু হয়েছিল। বিভিন্ন সরকারের বিমাতা সুলভ আচরণ ও রাজনৈতিক হীনমনতার কারণেই এ বন্দরের যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।
এমপি আবদুল খালেক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মোংলা বন্দরকে সচল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় আসা বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই ছিল বন্দরটি বন্ধ করা। এর পর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবারও এ বন্দরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড শুরু হয়। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বন্দরের উন্নয়নে এক সঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
এ সময় কাস্টমসের কারণে মোংলা ইপিজেডে ১০ থেকে ১২টি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় কঠোর সমালোচনা করেন তিনি।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির অপর দুই সদস্য যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় এবং ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান।
বৈঠকের আগে কমিটির সদস্যরা মোংলা বন্দরের জমি ও নির্মিত স্থাপনাদি ঘুরে দেখেন। বন্দর কর্তৃপক্ষের কাছে লিজ দেওয়া জমির পরিমাণ,সেগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে,লিজ থেকে আয়ের পরিমাণ ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন।