বরিশালে বিএনপির ২৪ নেতাকর্মী জেলহাজতে

নাশকতার তিন মামলায় বরিশাল মহানগর বিএনপির ২৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা জামিন চাইলে মহানগর আদালতের বিচারক নুসরাত জাহান আবেদন নাকচ করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আইনজীবী ও মহানগর বিএনপির আইনবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৪ সালের গত ৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলন চলাকালে অবরোধ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তিনটি মামলা হয়।
মামলায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবিরসহ বরিশাল সিটি করপোরেশনের তিন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়।
আজ বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী।