সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বিটু ও এমপি শামীমা গ্রেপ্তার

সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু। ফাইল ছবি
কৃষকলীগনেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্ষুদে বার্তায় বলা হয়, কৃষকলীগনেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
তবে, তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্য জানানো হয়নি ক্ষুদে বার্তায়।