নূর হোসেনের আসনে জয়ী আরিফুল হক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438536956.jpg)
আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের শূন্য আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আরিফুল হক। লাটিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন তিন হাজার ৩৩৭ ভোট। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমীর হোসেন ভাণ্ডারী। ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন দুই হাজার ৪০০ ভোট। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ওই ওয়ার্ডে ভোটগ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যাওয়ায় তিন মাস আগে তাঁর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন। পাঁচটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন পাঁচজন। এঁদের মধ্যে আমীর হোসেন ভাণ্ডারী ও আরিফুল হক ছাড়া নির্বাচনে ঘুড়ি প্রতীক নিয়ে নজরুল ইসলাম, ব্যাডমিন্টন প্রতীকে আবদুল আজিজ ও টিফিন ক্যারিয়ার প্রতীকে এ আর রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন খুন হওয়ার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। গত বছরের ১৪ জুন রাতে দুই সঙ্গীসহ পশ্চিমবঙ্গের বাগুইহাটি থানার ইন্দুপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার হন তিনি। এর পর থেকে ভারতের কারাগারে বন্দি রয়েছেন নূর হোসেন।