রাবিতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার স্বাভাবিক পরিবেশ, সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসকে যানজটমুক্ত রাখতে মোটরসাইকেল চলাচলের ওপর পাঁচ ধরনের বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও মাজার গেট দিয়ে মোটরসাইকেল যাতায়াত নিষিদ্ধ (শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়), কাজলা গেটের পরিবর্তে মোটরসাইকেল আরোহীদের মেইন গেট ব্যবহার করতে হবে, ক্যাম্পাসের ভেতরে মোটরসাইকেলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখতে হবে, স্টিকারবিহীন মোটরসাইকেল ক্যাম্পাসে নিষিদ্ধ এবং একই সঙ্গে স্টিকারবিহীন গাড়ি বা মোটরসাইকেল পুলিশ আটক করলে কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না।
এ সময় প্রক্টর আরো বলেন, বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত্রতত্র মোটরসাইকেল চালানোর কারণে চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলাজনিত সমস্যাও দেখা দেয়।
এ জন্য রাবি প্রশাসন মোটরসাইকেল চলাচলের ওপর পাঁচটি শর্তারোপ করেছে। আগামীকাল থেকে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে বলেও জানান প্রক্টর।