মোংলায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

সাগরের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব। ছবি : এনটিভি
সাগরের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব।
আজ শনিবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাগরে স্নানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি টানা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার থেকে সাগর পাড়ের দুবলার চরে রাস উৎসবকে ঘিরে মেলা শুরু হয়। রাস পূর্ণিমার তিথি অনুযায়ী মেলার উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। এরপর ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী পূজা-অর্চনাসহ বিভিন্ন আয়োজন শেষে শনিবার সকালে আনুষ্ঠানিকতার ইতি টানা হয়। তীর্থযাত্রী ও দর্শনার্থীরা ফিরতে শুরু করেন তাঁদের গন্তব্যে।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকে ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়।