এক পর্যটকে ১১ জনের কর্মসংস্থান হয় : মেনন

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একজন পর্যটকের মাধ্যমে ১১ জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়। অর্থাৎ একজন পর্যটক রিসোর্টে থাকে, হোটেলে থাকে, কর্মচারীরা কাজ করে, বাজার থেকে জিনিস কিনে বিমানে অথবা বাসে চলাচল করে। এভাবেই কর্মসংস্থানের সৃষ্টি হয়।
আজ রোববার দুপুরে নড়াইল হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্কের মাস্টার প্ল্যানের ফলক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
রাশেদ খান মেনন আরো বলেন, জাতীয় পর্যায়ে পর্যটনশিল্প বিশেষ অবদান রাখছে। নড়াইলের হাটবাড়ি ইকোপার্ক নির্মাণের জন্য আগামী অর্থবছরে বরাদ্দ করা হবে। সরকারের পক্ষ থেকে নড়াইল জেলাকে পর্যটন এলাকা করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। যে প্রকল্প তৈরি করা হয়েছে, এতে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, নারী নেত্রী আঞ্জুমান আরা বেগম।