‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে সিলেটে মিছিল

মেডিকেল শিক্ষাব্যবস্থায় ২০১২ সালে প্রণীত নতুন পাঠক্রম পদ্ধতি বাতিল করে আগের ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহাল করার দাবি জানিয়েছে সিলেটের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটের পাঁচটি মেডিকেল কলেজের দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে যান। সেখানে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে তাঁরা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বরাবর একটি স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন আন্দোলন কর্মসূচির সমন্বয়ক ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যচের ছাত্র আরাফাত রহমান ও তানিয়া ইয়াসমিনসহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ ও নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন, মিছিল ও সংবাদ সম্মেলন করে ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।
বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থায় কোনো পেশাগত পরীক্ষায় অংশ নেওয়ার পরপরই পরবর্তী বর্ষে ক্লাস শুরু করার অনুমতি পাওয়ার পদ্ধতিটিই হলো ক্যারি অন। কারিকুলাম অনুযায়ী বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের জন্য তিনটি পেশাগত পরীক্ষা রয়েছে। এতদিন পর্যন্ত একটি পেশাগত পরীক্ষায় এক বিষয়ে উত্তীর্ণ না হলেও একজন মেডিকেল শিক্ষার্থী পরের বর্ষে ক্লাস করার অনুমতি পেতেন ও ছয় মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে ওই বিষয়টির পরীক্ষা দিতে পারতেন। এতে নিজের শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়তেন না তিনি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো পরীক্ষায় অকৃতকার্য হন, তাহলে তিনি নিজের শিক্ষাবর্ষ থেকে ছয় মাস পিছিয়ে যাবেন। এমনকি পরের বর্ষের ক্লাস বা ওয়ার্ডে অংশ নিতে পারবেন না।