গাংনীতে তামাকঘরে বিস্ফোরণ, ৪ হাতবোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের তামাকঘরে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তামাকঘরটি হাসান আলী নামের এক কৃষকের। বিস্ফোরণের পর সেখান থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাসান আলীর বাড়ির পাশের তামাকঘরটি মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঘরের চাল থেকে একটি ইট নিচে পড়ে। এতে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি হাতবোমা উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তামাকঘরটিকে সুবিধাজনক মনে করে বোমাগুলো রেখেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।