কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের রামু উপজেলায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রশিদনগরের গুচ্ছগ্রাম এলাকার কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার ঈদগাঁও এলাকার মো. মহিউদ্দিন (২০) ও একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটার এলাকার মো. হাসান (২০)।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঈদগাহগামী যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার সঙ্গে জড়িত মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।