সিরাজগঞ্জে নৌ-ডাকাত সন্দেহে একজনকে গণপিটুনি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা এলাকা থেকে আজ মঙ্গলবার নৌডাকাত সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক কফিল উদ্দিনের (৫৪) বাড়ি শুভগাছা গ্রামে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে শুভগাছা গ্রামের নদী তীরবর্তী এলাকা থেকে কফিলকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।
ওসি আরো জানান, আটক কফিল একজন পেশাদার ডাকাত। গত ২৯ জুলাই যমুনা নদীতে পাট ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ লাখ টাকা লুটের ঘটনার সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।