ভুয়া মুক্তিযোদ্ধা বললেন, আবার পাশেও বসলেন

ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেও তাঁর সঙ্গে বসেই আবার অনুষ্ঠান উপভোগ করলেন সুনামগঞ্জের কয়েকজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার বিকেলে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় এমন ঘটনা ঘটে।
সভার সঞ্চালক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাকারিয়া অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করার জন্য মঞ্চে থাকা মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদারের নাম ঘোষণা করেন।
সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানের সামনের সারিতে বসা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, মুক্তিযোদ্ধা কবি রশিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল হাশিম উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন।
তাঁরা উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এই মঞ্চে কোনো ভুয়া, অমুক্তিযোদ্ধা থাকতে পারবে না।’ তাঁরা অভিযোগ করে বলেন, ‘ওই লোকসহ (বিনোদ রঞ্জন তালুকদার) আরো কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এদেরকে নামিয়ে দিন। না হলে আমরা হল ছেড়ে চলে যাব।’
একপর্যায়ে তাঁরা মিলনায়তন ছেড়ে চলে যেতে উদ্যত হন।
এ সময় মঞ্চে বসা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অন্যান্য অতিথি বিব্রত বোধ করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালক উত্তেজিত ওই তিনজন মুক্তিযোদ্ধাকে মঞ্চে ডেকে নেন।
পরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি মানপত্র পাঠ ছাড়াই বিনোদ রঞ্জন তালুকদারের হাত থেকে তা গ্রহণ করেন।
পরে অবশ্য অভিযোগকারী তিন মুক্তিযোদ্ধা নিজেদের অভিযুক্ত বিনোদ রঞ্জন তালুকদারের পাশেই একমঞ্চে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।