বান্দরবানে জেএসএসের কেন্দ্রীয় নেতাসহ ১৫ জন কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/11/20/photo-1511191167.jpg)
বান্দরবানে চাঁদাবাজির মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় নেতাসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। আজ সোমবার দুপুরে ব্চিারক প্রবাল চক্রবর্তী জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও আইনজীবীরা জানান, চাঁদাবাজির মামলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা আজ বান্দরবানের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রবাল চক্রবর্তীর আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে তাঁরা জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে দুজন জনপ্রতিনিধিসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন। অন্য ১৫ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংথোয়াইচিং ও সাবেক ইউপি চেয়ারম্যান শম্ভু কুমার নাথ।
অপরদিকে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলিমং মারমা, ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাকমা, মৌজা হেডম্যান মংপ্রব মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা, যুব সমিতির সভাপতি মংচ মারমা, জেএসএস নেতা উবাচিং, প্রীতিসেন তঞ্চঙ্গ্যা, মস্তু মারমা, পাসেম বম, মংশৈ মং, মালেক বম, বাসো মং, বাচিং মং, হাইনুমং ও বিষ্ণ চাকমাকে কারাগারে পাঠানা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, সদরের রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক আবদুল আলীমের কাছে চাঁদা দাবি ও তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় আবদুল আলীম বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যার চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলার ১৮ আসামি আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তিনজনের জামিন মঞ্জুর করেন এবং অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক নিত্যলাল চাকমা বলেন, চাঁদাবাজির মিথ্যা মামলায় জেএসএসের শীর্ষ নেতাসহ ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেএসএস নেতাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। তিনি সংগঠনের পক্ষ থেকে বিষয়টির তীব্র নিন্দা জানান।