সিলেটে ৬০০ ইয়াবাসহ তিনজন আটক

সিলেট শহরতলী থেকে গত রোববার ৬০০ ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪১ ব্যাটালিয়ন। ছবি : এনটিভি
সিলেট শহরতলী থেকে ৬০০ ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪১ ব্যাটালিয়ন।
৪১ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বিজিবির একটি বিশেষ টহলদল বিমানবন্দর থানার অন্তর্গত সালুটিকর ছালিয়া এলাকার পাগলা মোড় থেকে ৬০০ ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. নূরুল হক (৪০), মো. ইসহাক আলী (২৪) ও মো. লিয়াকত আলী (৩৮)। তাঁরা তিনজনই চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী বলে বিজিবি দাবি করেছে।