নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বন্য হাতির মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/11/21/photo-1511277021.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা আষাঢ়তলী সীমান্তে মাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়। আজ মঙ্গলবার সকালে হাতিটির মৃত্যু হয়।
বনবিভাগ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির চাকঢালা, আষাঢ়তলী সীমান্তের ৪৮ নম্বর পিলারে কাছে নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই বন্য হাতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাতিটিকে মাটিতে পুঁতে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওসি মোবারক হোসেন জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর সীমানা পিলারের কাছে মাইন বিস্ফোরণে সোমবার রাতে ওই বন্য হাতিটি আহত হয়। হাতিটি নানা স্থানে ছোটাছুটির পর আজ সকালে মারা যায়। এর আগেও মাইন বিস্ফোরণে বেশ কয়েকটি বন্য হাতি সীমান্ত এলাকায় মারা গেছে বলে জানান তিনি।