খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশে কোনো নির্বাচন খালেদা জিয়া ছাড়া হবে না। বাংলাদেশের কোনো নির্বাচন তারেক রহমান ছাড়া হবে না। বাংলাদেশে আর কোনো নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না।’
আজ বুধবার খুলনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। খুলনার একটি ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে খুলনা মহানগর বিএনপি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যেখানে গণতন্ত্র শব্দ আছে সেখানে শেখ হাসিনা নেই। গণতন্ত্র ও শেখ হাসিনা দুটি নাম সাংঘর্ষিক, পরস্পরবিরোধী।’ তিনি বলেন, ‘যেখানে খালেদা জিয়া থাকে, সেখানে গণতন্ত্র আসে।’
গয়েশ্বর আরো বলেন, ‘আজ তাঁরা জনগণের ভোটে নির্বাচিত নন। ভবিষ্যতেও তাঁরা জনগণের ভোটে নির্বাচিত হতে চান না।’
গয়েশ্বর আরো বলেন, ‘আওয়ামী লীগ বলে সংবিধানবহির্ভূত কোনো নির্বাচন হবে না। তবে বিনা ভোটে সরকার গঠন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার সংবিধানের কোন ধারায় লেখা আছে?’
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।