‘হিরোসিমার ভয়াবহতা এখনো বিদ্যমান’

হিরোসিমা দিবসে পরমাণু বোমায় নিহতদের স্মরণে ও ভয়াবহতা তুলে ধরতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংগঠনটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি তাসনুবা তাহরীন অন্তরা বলেন, ১৯৪৫ সালের এ দিনে জাপানের হিরোসিমা নগরে যে ধ্বংসাত্মক বোমা বিস্ফোরণ করা হয় তার ভয়াবহতা এখনো সেখানে বিদ্যমান। তখন এতে প্রায় দেড় লাখ মানুষ মারা যায়।
ছাত্রনেতা তাসনুবা আরো বলেন, সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো এ রকম ধ্বংসাত্মক কার্যক্রম করা হয়। আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ধরনের কলঙ্কময় অধ্যায় যেন আর সৃষ্টি না হয় সেই প্রত্যয় মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিকের সঞ্চালনায় মাননবন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের রাবি শাখার সভাপতি আলমগীর হোসেন সুজন, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের রাবি শাখার সভাপতি ফারুক ইমন, দপ্তর সম্পাদক শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক খালেদুল রাবী প্রমুখ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমানের নির্দেশে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোসিমা নগরে রাত ৮টা ১৫ মিনিটে ‘লিটয় বয়’ নামে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হয়। এ ঘটনা স্মরণে ৬ আগস্ট সারা বিশ্বে হিরোসিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।