মিরপুরে শিশু গৃহকর্মী ধর্ষণের শিকার
মিরপুরে এক শিশু গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১২ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে ওই বাড়ির গাড়িচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ইউএনবিকে জানান, শিশুটি যে বাসায় কাজ করত, তাদের গাড়িচালক সাগর শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।