‘দেশে এখন নির্বাচন করার পরিবেশ নেই’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে এখন নির্বাচন করার পরিবেশ নেই।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে সরকার।’
আজ শুক্রবার ঝিনাইদহের মহেশপুরের বাথানগাছি এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, ‘এ মুহূর্তে যদি সরকার পদত্যাগ করে দলনিরপেক্ষ একটি সরকারের ব্যবস্থা করে আজ রাতে, তা হলে কাল সকালেই আমরা নির্বাচনে অংশ নেব।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অকারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করলেও হতো। প্রবীণ বিএনপি নেতা তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, প্রকৌশলী মোমিনুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, খায়রুল ইসলামসহ অনেকে। এর আগে বিপুলসংখ্যক নেতাকর্মী শামসুজ্জামানকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানান।