এসিড নিক্ষেপ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/08/photo-1439037771.jpg)
এসিড নিক্ষেপ মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার সকালে রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১৩।
রংপুর র্যাব-১৩ কমান্ডার মেজর আশরাফ সাংবাদিকদের জানান, ২০১৪ সালের এসিড নিক্ষেপ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ২০১৪ সালে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মোবারক আলীর মেয়ে শাহাজাদী বেগমকে (৪৫) এসিড নিক্ষেপ মামলার চার আসামির মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবুল হোসেন।