‘আগামী ৬ মাসে দৃশ্যমান হবে রামপাল বিদ্যুৎকেন্দ্র’

আগামী ছয় মাসের মধ্যে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক।
আজ বৃহস্পতিবার দুপুরে রামপালের ‘টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ’ সরকারীকরণ করায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তালুকদার আবদুল খালেক এসব কথা বলেন।
তালুকদার আবদুল খালেক বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন। এটি হতে দে্টোয়া হবে না। আগামী ছয় মাসের মধ্যে তাপ বিদ্যুৎকেন্দ্রটি দৃশ্যমান হবে। না গেলে বোঝা যাবে না সেখানে কী কর্মযজ্ঞ চলছে।’
এ ছাড়া মোংলা ও রামপাল এলাকায় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেন তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, ‘সাঁকো আর কাঁচা রাস্তা ছাড়া যেখানে কিছুই ছিল না সেই মোংলা ও রামপালের সব জায়গায় এখন ব্রিজ, কালভার্ট ও পিচ ঢালাই রাস্তাঘাট। চারপাশে গড়ে উঠেছে শিল্প-কলকারখানা।এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন।’
আলহাজ তালুকদার আবদুল খালেক আরো বলেন, ‘সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা তালুকদার আখতার ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক টি এম জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস।