নৌকাডুবিতে নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি বিল্লাল হোসেন উপজেলার রসিকপুর ঘাটের কাছ থেকে ওই দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেন।
urgentPhoto
মৃত দুই ছাত্রী রসিকপুর গ্রামের হাশেম আলীর মেয়ে ববিতা খাতুন ও একই গ্রামের হাবুর আলীর মেয়ে তানিয়া খাতুন। দুজনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল রোববার বিকেলে স্কুল থেকে বাড়ির ফেরার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় তারা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আজ সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধারকাজ শুরু করে। এর কিছুক্ষণ পরে রসিকপুর ঘাটের কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে সঙ্গে নৌকাডুবির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
গতকাল বিকেলে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮ ছাত্রী রসিকপুর ঘাট থেকে ভৈরব নদ পার হওয়ার জন্য একটি নৌকায় ওঠে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের ফলে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হয় ওই দুই ছাত্রী। ফায়ার সার্ভিস দল উদ্ধারে ব্যর্থ হলে গতকাল সন্ধ্যায় খুলনার ডুবুরি দলের দুই সদস্য উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আজ সকালে ওই দুই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।