ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৫ কনস্টেবল আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/15/photo-1513358682.jpg)
বান্দরবানের রাজারমাঠে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হককে (১৮) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের রাজারমাঠ সড়ক দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওপরের দিকে তাকিয়ে মোটরসাইকেল চালানো নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাত্রলীগের আশপাশের নেতাকর্মীরা রাজারমাঠে দায়িত্বরত চার পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কনস্টেবল হাবিব, শাহরিয়ার, মোশারফ ও মনির। অপরদিকে পুলিশের হামলায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক (১৮) আহত হয়েছেন। আহত অবস্থায় পুলিশ তাঁকে আটক করেছে। এদিকে এ ঘটনায় ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজারমাঠ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িতদের আটকে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল বলেন, ‘মোটরসাইকেল চালানো নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সদস্যকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটি আসলে একটি ভুল বোঝাবুঝি। ছাত্রলীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ।’
জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘রাজারমাঠে ছাত্রলীগের সঙ্গে পুলিশের একটি ঘটনা ঘটেছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।’