বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে সদর উপজেলা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল হামিদ। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, বিদেশে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।