বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে তিনদিনব্যাপী এই উৎসব শুরু হয়।
‘এসো মিলি ছন্দে আনন্দে, প্রাণের মেলায়’ স্লোগানে উৎসব শুরু হয়। বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত ও পুনর্মিলনী সংগীত পরিবেশনা এবং পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই শতবর্ষ উৎসব পালন করা হয়।
এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন।
এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুনর্মিলনী ও শতবর্ষ পূর্তি উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট পারভীন আহম্মেদ, অধ্যাপক মোজাফফর হোসেন, আব্দুর রব চৌধুরী প্রমুখ।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট শহর প্রদক্ষিণ করে। তিনদিনব্যাপী অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণা, ফ্রি মেডিকেল ক্যাম্প, আতশবাজি উড্ডয়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে।