খুলনায় পাটকলে আগুন, ‘২০০ কোটি টাকার’ ক্ষয়ক্ষতি

খুলনায় একটি পাটকলের গুদামে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে গুদামে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পাটকলের কর্মকর্তা জানিয়েছেন, আগুনে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বুধবার সকালে খুলনার ফুলতলায় আইয়ান জুটমিলে আগুন লাগে। সকাল ৬টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে খুলনা-যশোর দমকল বিভাগের ১৫টি ইউনিট কাজ করে। প্রায় ছয় ঘণ্টা একটানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেল ৫টায়ও গুদামে আগুন জ্বলতে দেখা যায়।
ওই পাটকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ভূঁইয়া দাবি করেছেন, ১৮০ থেকে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
ফেরদৌস ভূঁইয়া জানান, সকালে শ্রমিকরা কাজে যোগদান করেই একটি গুদামে আগুন জ্বলতে দেখে। মুহূর্তের মধ্যে তা অন্য একটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে গুদামের দেয়াল ভেঙে গেছে এবং ছাদ উড়ে গেছে। ওই পাটকলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে।
ওই পাটকলে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হতো। গুদামের পাট বিমা করা ছিল বলে জানান ফেরদৌস ভূঁইয়া।
ফেরদৌস ভূঁইয়া আরো জানান, চলতি মাসে তুরস্ক ও দক্ষিণ অফ্রিকায় তিন হাজার টন পাট রপ্তানি হওয়ার কথা আছে। তিনি দাবি করেন, ওই পাটকলের পাটের বাজারমূল্য অনেক বেশি। যে দুই গুদামে আগুন ছড়িয়ে পড়ে সেখানে প্রায় দেড় লাখ মন পাট মজুদ ছিল।
ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা শাখার জোনাল ম্যানেজার মাকসুদুর রহমান জানান, আইয়ান জুটমিলে ওই ব্যাংকের শতকোটি টাকার ওপর বিনিয়োগ আছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন জানান, মিলের আশপাশের পুকুরে পানি শেষ হয়ে যাওয়ায় ভৈরব নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি জানান, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। সকালে লাগা আগুন বিকেল ৫টার সময়ও জ্বলতে দেখা গেছে। তিনি জানান, পাটের আগুন পুরোপুরি নেভাতে আরো দুদিন লাগবে।