খাগড়াছড়িতে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ, আহত ৬

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রাকের সাথে ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। ছবি : এনটিভি
খাগড়াছড়িতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রাকের সাথে ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর কুরিয়ার সার্ভিসের ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।