যশোরের মেয়রসহ ৫ বিএনপি নেতা কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/12/photo-1439370988.jpg)
রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে আবু ইব্রাহিমের আদালত এ নির্দেশ দেন। তবে অভিযুক্তদের যে কোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে জেলা কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে (ক-অঞ্চল) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জামিনের বিরোধিতা করে রিমান্ডের আবেদন করেন। পরে আদালত জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে দেন।
মারুফুল ইসলাম ও গোলাম রেজা দুলু সাতটি, দেলোয়ার হোসেন খোকন ও অনিন্দ্য ইসলাম অমিত পাঁচটি এবং মিজানুর রহমান খান দুটি মামলায় জামিনে ছিলেন না। সে সব মামলায় আজ তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিএনপির এই শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে চলতি বছরের ৫ জানুয়ারির পর যশোরে গাড়ি পোড়ানো, হত্যাসহ বেশকিছু মামলা করে পুলিশ। প্রত্যেকের নামেই আলাদা আলাদা মামলা রয়েছে। এর মধ্যে মারুফুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিত একদফা জেল খেটেছেন।