নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপির পরাজয় নিশ্চিত : কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/30/photo-1514642885.jpg)
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপির পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, তৃণমূলে বিএনপির অবস্থা অনেক দুর্বল। আগামী নির্বাচনে দলটিকে প্রত্যাখ্যান করবে জনগণ।
কাদের বলেন, ‘নিরপেক্ষ হলে বিএনপিকেই আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে। তৃণমূলের শক্তি, বাংলার ফার্স্ট টাইম ভোটারদের শক্তি, নারীদের শক্তি সব মিলিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ অত্যন্ত আশাবাদী।’
নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।
এ সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পরই আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘যতক্ষণ না আমাদের দল কাউকে মনোনয়ন না দেবে ততক্ষণ পর্যন্ত কারো নৌকা ব্যবহারের প্রতীক কোনো সুযোগ নেই। আমাদের একটা মনোনয়ন বোর্ড আছে। আমরা বিএনপি নই যে, বাবা ছেলের নাম ঘোষণা করে মেয়র পদে।’ ঢাকা উত্তর সিটি নির্বাচনে দ্রুতই দলের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।