রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
রাজধানীর কলাবাগান এলাকার সেন্ট্রাল রোডের একটি বাসায় ‘রহস্যজনক বিস্ফোরণে’ দগ্ধ এক নারী মারা গেছেন। তাঁর নাম পান্না আক্তার (২৮)। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিস্ফোরণে পান্নার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ৮ আগস্ট সকাল ৮টার দিকে ১১৪ সেন্ট্রাল রোডের ছয়তলা ভবনের পাঁচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পান্নাসহ তিনজন দগ্ধ হন।
এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিস্ফোরণের পর পুলিশের রমনা বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) ইব্রাহিম খান ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হালিম জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ কিংবা গ্যাসের পাইপের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে পুরো ঘরে তা ছড়িয়ে পড়তে পারে। পরে কেউ আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।