ছাতকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নামে বোমা হামলার মামলা
বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আসামি করে মামলা হয়েছে। মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ বিএনপির ১৬ জন এবং জামায়াতের নয়জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এনটিভি অনলাইনকে জানান, বাসচালক ফারুক মিয়া বাদী হয়ে গত রোববার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাউলি এলাকায় মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। আহত হন এক নারীসহ দুজন।
বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পর শুনেছিলাম অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার এজাহার হাতে নিয়ে দেখি আমিসহ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা এই নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।