তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ করেছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজ বৃহস্পতিবার আব্দুস সালাম সরকার এনটিভি অনলাইনকে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাঁকে আটকে অভিযান চলছে।
ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মহানগরীর চাপুলিয়া এলাকার সুরুজ মিয়ার বাড়িতে দুই বছর ধরে ভাড়ায় থাকেন। শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তিনি রাজমিস্ত্রির সহকারীর (জোগালি) এবং তাঁর স্ত্রী গৃহকর্মীর কাজ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির বাবা জানান, গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঘর ঝাড় দেওয়ার জন্য বাড়িওয়ালার শাশুড়ি ফাতেমা বেগম তার মেয়েকে ঘরে ডেকে নেন। এরপর ফাতেমা বেগম বাসা থেকে বের হয়ে যান। এ সুযোগে ঘরে থাকা বাড়িওয়ালার ছেলে রাতিন খান (২২) শিশুটিকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়-ভীতি দেখায় রাতিন।
কিন্তু শিশুটি ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে ঘটনাটি বাড়ির মালিকসহ আশপাশের লোকজনকে জানালে তারা বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ছয়দিন পার হয়ে গেলেও কোনো মীমাংসার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন শিশুটির বাবা। তিনি বলেন, উপরন্তু মীমাংসার পরিবর্তে বাড়িওয়ালা ও তাঁর লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে। গতকাল শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।