ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলেসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/14/photo-1439537574.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তিন মাসের শিশুসহ মা ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
urgentPhoto
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের এনটিভি অনলাইনকে জানান, শিশুটির মৃত্যুর পর তার মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
এ ছাড়া জেলার সদর হাসপাতালে ইসমাইল মিয়া (১৩) নামের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বাড়ি নবীনগর উপজেলার কুড়িঘরে। পরিবার দাবি করেছে, কৃমিনাশক ওষুধ খেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।