যশোরে ট্রাকচাপায় দুই নারী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/15/photo-1439619606.jpg)
যশোরে বালুভর্তি ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য আরেক নারী। জেলার ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্যা নামক জায়গায় আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন বল্যা গ্রামের সখিনা খাতুন (৬০) ও কোহিনুর বেগম (৬০)। আহত সকিনা খাতুনকে (৬০) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করেছে। পরে পুলিশ ট্রাকটি আটক করে। তবে এর চালক পালিয়ে গেছে।
শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে বল্যা গ্রামের কলোনিপাড়ায় সুরত আলী নামের এক ব্যক্তি মারা যান। তাঁর মরদেহ দেখে বাড়ি ফেরার পথে সকাল ৯টার দিকে ঝিকরগাছা-বাঁকড়া সড়কে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।