ভারতের স্বাধীনতা দিবস
দিনভর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সারি বেঁধে অপেক্ষা করছে ট্রাকগুলো। ছবি : এনটিভি
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিনভর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বন্ধ ছিল বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামার কাজও। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, জাতির জনক বঙ্গবন্ধুর আজ ৪০তম শাহাদাতবার্ষিকী। আর অপর দিকে ৬৮তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। জাতীয় এই দুটি দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।