গোপালগঞ্জে জামায়াতে ইসলামির ইফতার মাহফিল

আলেম ওলামাদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রারাসা মিলনায়তনে আলেম ওলামাদের সম্মানে, ‘মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ মুসলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামীদ। প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ-২ আসনের ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। গোপালগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নায়েবে আমির মাওলানা আসাদুজ্জামান, গোপালগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা অলিউল্লাহ, গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপল মাহবুবুর রহমান, মৌলভীপাড়া মসজিদের খতিব মোহাম্মদ আবুল ফাত্তাহ, হঠাৎপাড়া মাদ্রারাসার খতিব মাওলানা রেজাউল করিম, শান্তিবাগ মসজিদের খতিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, গেটপাড়া কবরস্থানের খতিব আল আমিন প্রমুখ। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামীদ। এতে জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।