আলুর গুদামের ছাদ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হলো ৮ জন

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা শহরের পৌর বাজারের আলুর গুদামের ছাদ থেকে এই আটজনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের দাবি, ওই ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তল, কাটা রাইফেল, ২৬টি গুলি, চায়নিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর কবিরহাট উপজেলার ধুমচর গ্রামের মো. রুবেল (২৬), সদর উপজেলার নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণরামপুর গ্রামের ওমর ফারুক সোহান (২৬), সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের এনায়েত করিম রাসেল (১৯), বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন (২৩), সদর উপজেলার নোয়াখালী পৌরসভার পশ্চিম শাহাপুর গ্রামের মোতাহের হোসেন জাবেদ (২৮), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের কাউছার হামিদ (২৭), নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোজাম্মেল হোসেন (২৫) ও কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার দৌলতপুর গ্রামের জহিরুল ইসলাম (৪০)।
নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে একত্র হয়েছে বলে গোপন সংবাদ পায় জেলা ডিবি পুলিশ। এর ভিত্তিতে পৌরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করার চেষ্টা করে তারা। তবে সুধারাম মডেল থানা পুলিশের সহযোগিতায় কোনোরকম গোলাগুলি ছাড়াই অস্ত্রসহ আট ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।
অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর এ মামলায় আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তানভীর আহমেদ।