শঙ্কিত হওয়ার কারণ নেই : ডিএমপি কমিশনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/01/30/photo-1517302918.jpg)
কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে বা জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করে, তাহলে তাকে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা রায়কে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।
জবাবে আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
ডিএমপি কমিশনার জানান, এ মামলার রায় ঘোষণা নিয়ে কেউ যদি আইনবহির্ভূত কাজ করে, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে এবং সরকারি সম্পদ ধ্বস করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই ২০১৪-১৫ সালের মতো নৈরাজ্য বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।