কলেজছাত্রীর ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে রকি কুমার সরকার (২০) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক কলেজছাত্রী। গতকাল রোববার রাতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রকির বাড়ি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাস্টারপাড়া। তিনি জয়পুরহাট শহরের সাইবারটেক পলিটেকনিক নামের একটি প্রাইভেট কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র।
ওই কলেজছাত্রী সাংবাদিকদের জানান, রকির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক প্রায় তিন বছরের। মুসলিম হয়ে বিয়ে করবে বলে রকি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রকি কুমার সরকার কলেজে পড়ুয়া এক মুসলমান ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি ওই ছাত্রীকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। দু-তিনদিন আগে রকি ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু এরপর ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
ওসি আরো জানান, ওই ঘটনায় গতকাল রোববার রাতে কলেজছাত্রী বাদী হয়ে রকির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। রাতেই রকিকে গ্রেপ্তার করা হয়। কলেজছাত্রীকে আক্কেলপুর থানা হেফাজতে রাখার হয়েছিল। ধর্ষিত হয়েছে কি না, তা পরীক্ষা করতে তাকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।