মারা গেলেন খুলনা পৌরসভার প্রথম চেয়ারম্যান

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খুলনা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ (৯৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর ৫টা ২০ মিনিটে খুলনার গিলেতলায় নিজ বাস ভবনে মারা যান তিনি।
বর্ষীয়ান জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট সহযোগী ছিলেন গাজী শহিদুল্লাহ। মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা মিছিলের অগ্রনী ভূমিকায় ছিলেন এই রাজনীতিবিদ। অবশ্য পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। বেশ কিছুদিন খুলনা মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন গাজী শহিদুল্লাহ।
আজ দুপুরে জোহরের নামাজের পর শহরের শহীদ হাদিস পার্কে সাবেক এই চেয়ারম্যানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন গাজী শহীদুল্লাহ। তবে রেখে গেছেন তাঁর অসংখ্য গুণগ্রাহী।