সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত, বগি লাইনচ্যুত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লাইনচ্যুত হয়েছে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী ট্রেনের একটি বগি।
আজ সোমবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী ট্রেন বাউসি রেলক্রসিং এলাকায় লাইনে উঠে আসা কলাবোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মিলন মিয়ার মৃত্যু হয়।
নিহত মিলন মিয়ার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। এ ঘটনায় ধলেশ্বরী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সন্ধ্যা পর্যন্ত জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সরিষাবাড়ী রেল স্টেশনের স্টেশন মাস্টার আল জাহিদ নোমান জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ট্রেন চলাচল ফের শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।