জামালপুরে ওলামা ও ছাত্রদলের তিন নেতা আটক
জামালপুরে জেলা ওলামা দলের সভাপতি গোলাম রব্বানী ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল ইসলাম কর্নেল ও শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসলাম। ওলামা দলের সভাপতি গোলাম রব্বানী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অন্তর্ঘাতমূলক তৎপরতার লক্ষ্যে শলা-পরামর্শ করার সময় তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।