জাতিসংঘ জানাল, এখনই আসছেন না তারানকো

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিএনপির সঙ্গে আলোচনা বা মধ্যস্থতা করতে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কর্মসূচির সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এখনই বাংলাদেশে আসছেন না। এমনকি তিনি কবে আসবেন বা আদৌ আসবেন কি না, সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘মধ্যাহ্ন সংবাদ সম্মেলনে’ বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান মহাসচিবের উপ-মুখমাত্র ফারহান হক।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি না, তা জানতে চান ফারহান হকের কাছে। দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে, সাধারণ মানুষ দুর্ভোগে আছে। এ অবস্থায় জাতিসংঘের কাছে অগ্রগতির কোনো খবর আছে কি না, তা জনতে চান তিনি।
জবাবে ফারহান হক বলেন, ‘নতুন করে বলার মতো বিশেষ কিছু আমার কাছে নেই। এ বছরের শুরু থেকে বাংলাদেশে যেসব প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটেছে, তার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করেছি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ব্যক্তিগতভাবে বাংলাদেশে স্থিতিশীলতা ও উন্নয়নের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সহযোগী, তাই সেখানে শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন।’
মুখপাত্র আরও বলেন, ‘এ মুহূর্তে তারানকোর বাংলাদেশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সেখানে (বাংলাদেশে) আগেও গেছেন। বাংলাদেশ সরকার ও বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করতে মহাসচিব তাঁকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কিন্তু এ ব্যাপারে আমি বলতে চাই, ঘোষণা করার মতো কোনো সফরের কর্মসূচি নেই।’